আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘিওর ইউনিয়নের মাইলাগী গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাইলাগী গ্রামের ব্লকে ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রকৌশলী শেখ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
উদ্বোধনকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ বলেন, এ প্রকল্পের মাধ্যমে চাষাবাদের যাবতীয় খরচ বহন করবে সরকার। আধুনিক চাষাবাদের ধারণা এবং প্রযুক্তির ব্যবহার করে কম খরচে বেশি ফসল ফলানো যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, সমলয় পদ্ধতিতে একশজন কৃষক তাঁদের ১৫০ বিঘা জমিতে আবাদ করেছেন। এ পদ্ধতিতে কৃষকের বিঘা প্রতি অন্তত ১২ হাজার টাকা সাশ্রয় হবে; বিঘা প্রতি হাইব্রিডে ৩৫ মণ ধান উৎপাদনের প্রত্যাশা করছি।
এ প্রকল্পের সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নতুন এ পদ্ধতিতে আধুনিক যন্ত্রনির্ভর ও সরকারি প্রলোদনার আওতায় ’সমলয় চাষাবাদে’ ধান চাষ পদ্ধতি পাল্টে দেয়ার স্বপ্ন দেখাছেন মানিকগঞ্জের ঘিওরের কৃষকরা। উপজেলায় এ বছরই প্রথম এ পদ্ধতিতে ধান চাষের আওতায় আনা হয়েছে শত কৃষককে।
Posted ৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.