আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জে মঞ্চস্থ হয়েছে পল্লীকবি জসিম উদ্দিনের নাট্যগ্রন্থ ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘চম্পাবতী’। গতকাল শুক্রবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনেমঞ্চায়িত এই নাটকটি টিকেট কেটে কয়েক হাজার নারী-পুরুষ মন্ত্রমুগ্ধের
মতো উপভোগ করেন। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পালা নাট্যের আদলে নির্মিত এ
নাটকে দেখে দর্শকরা ভূয়সী প্রশংসিত করেছেন।
বেদে সমাজের জীবন কাহিনি নির্ভর এ নাট্যটি নির্দেশনা দিয়েছেন তরুন
প্রতিভাবান নাট্যকার শাকিল আহমেদ সনেট। নাটকটি মঞ্চে এনেছে জেলা শিল্পকলা
একাডেমির নাট্যকলা বিভাগ। কলাকৌশলী হিসেবে কাজ করেছে জেলা শিল্পকলা
একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থী। প্রযোজনা সমন্বয়কারী ছিলেন,
জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার।
নাটকে, গয়া বেদের রূপবতী স্ত্রীর নাম চম্পাবতী। নানান ঘাটে নাও ভিড়ায়ে
সাপ খেলা দেখিয়ে বেড়ায় বেদের দল। বেদে বহরের চক্র চলতে থাকে ঘাট থেকে
ঘাটে। পেটের দায়ে নেচে গেয়ে সাপ খেলা দেখাতে হয় তাদের। প্রতিনিয়ত এক
স্থান থেকে অন্যস্থানে নোঙ্গর ফেলে তারা। তেমনি জীবনের প্রাত্যহিক নিয়মে
তারা এসে নাও ভিড়ায় পদ্মার পাড়ে। ঘটনাক্রমে গ্রামের মোড়লের কুনজর পড়ে
বেদেদের নেতা গয়ার স্ত্রী চম্পাবতীর ওপর। মোড়লের কুপ্রস্তাব ফিরিয়ে দেয়
চম্পাবতী। যে কারণে বেদে সম্প্রদায়কে জোরপূর্বক এলাকা ছাড়া করার হুমকি
দেয় মোড়ল। মোড়লের অত্যাচার এবং সমাজ কর্তৃক বেদে সম্প্রদায়ের প্রতি
অবহেলা ও তাদের দুঃখ-দুর্দশার ওপর ভিত্তি করেই এগিয়ে যায় নৃত্যনাট্য
চম্পাবতীর কাহিনি।
চম্পাবতী চরিত্রে অভিনয় করেন লাবনী সরকার, গয়া বেদে- শরিফুল হক, মোড়ল-
জাহিদ হাসান, মোড়লের বউ- শ্রীপর্ণ বসাক। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়
করেন, মো সোহান, লাম’ইয়া রহমান, আফনান আশ্রাফী, জুথি আক্তার, অর্পিতা
সরকার, শুভতমি মালাকার, অহনা মন্ডল, অহনা চক্রবর্তী, রোদশ্রী মন্ডল,
নয়ন হোসেন, মোঃ সজিব আহমেদ, সুমাইয়া আক্তার, সজনী আক্তার, সামিয়া
জান্নাত, সাদিয়া আক্তার, শাহ আলিফ মাহমুদ, মোহাম্মদ সজিব, ইয়াসমিন
আক্তার।
নির্দেশক শাকিল আহমেদ সনেট বলেন, গ্রামীণ জীবনের সরল পথচলা আর
নানামাত্রিক আয়োজনকে মাথায় রেখে নাটকটি নির্দেশনা দেবার চেষ্টা করেছি।
গয়া বেদে আর চম্পাবতীর প্রেম আর মোড়লের কাছে বেদে জাতি রক্ষা করার জন্য
চম্পাবতীর ত্যাগ এ নাটকে নারী যেনো মূর্ত হয়ে ওঠে ত্যাগ আর সংগ্রামের।
ঐতিহ্যবাহী বাংলা নাট্যের পরিবেশনা রীতিকে প্রাধান্য দিয়ে আধুনিকতার
সংযোগ তৈরির চেষ্টা করেছি।
Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.