রাজশাহী প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
প্রধান অতিথি আতাউর রহমান (বিমান বাহিনি সারজেন্ট)বিশেষ অতিথি রফিকুল আলম সোহের( সভাপতি মডেল প্রেসক্লাব),অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাসেদুল ইসলাম ( উপদেষ্টা ক্রিয়েটিভ সোসাইটি), মোঃ মুরশেদুল ইসলাম (পরিচালক ক্রিয়েটিভ সোসাইটি), মোঃ আক্তার জাহান রুমন ( সহ- পরিচালক ক্রিয়েটিভ সোসাইটি) মোঃ সাকিবুর রহমান, মোঃ মুন্জুরুল ইসলাম ( সহ -পরিচালক সানরাইজ কোচিং সেন্টার), মোঃ এনামুল হক ( সভাপতি মোহনপুর সেন্ট্রাল পাবলিক স্কুল)মোঃ হাফিজুর রহমান ( পরিচালক মোহনপুর সেন্ট্রাল পাবলিক স্কুল), শ্রী পরিতোষ কুমার (উপদেষ্টা) মোঃ মাজেদুল ইসলাম( পরিচালক ম্যাক্স আই সি টি সেন্টার), ইমন ( ইমন ইংলিস কেয়ার), মিঠু,সোহেল রানা জয়,
রেহেনা আক্তার নুর( প্রি প্রায়মারি স্কুল)
,সজিব, কিতাবুর,সানুয়ার, তুহিন, ইমন, মুজাহিদ, শান্তা,সাদিয়া, নায়মা, সুবায়দা ( বিশিষ্ট সমাজ সেবক) ও এলাকার বিশিষ্ট জন, অভিভাবক,স্টুডেন্ট, সাংবাদিক গন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানরাইজ কোচিং সেন্টার আধুনিক শিক্ষা জগতে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান।
এখানে, জে এসসি, এসএসসি, এইচএসসি, কোচিং করানো হয়। প্রতিষ্ঠানটি মোহনপুর বাজার টিএনটির মোড় এর পশ্চিম পার্শ্ব দিয়ে মোহনপুর সরকারি কলেজে যাবার লোকাল রোডে (বরফ মেলের পাশে)।
বক্তাদের বক্তব্যে বারবার ফুটে উঠেছে আপনার ছেলে- মিয়েকে সানরাইজ কোচিং সেন্টার পাঠান এবং আগামি দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ুন। বিশিষ্ট জনের মনে করেন সানরাইজ কোচিং সেন্টার মোহনপুরে শ্রেষ্ট কোচিং এতো স্টুডেন্ট মোহনপুরের কোথাও নাই।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |