মোঃ শাহানুর ইসলাম- | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
দেশী-বিদেশী বিখ্যাত ক্বারীদের হৃদয়ছোয়া,মন মাতানো,ঐশ^রিক সূরের ঝংকারে হাজার হাজার কোরআন প্রেমিক জনতা পিনপতন নিরবতার মধ্য দিয়ে মুগ্ধ হয়ে ৫ঘন্টা যাবত শুনলেন মহান বরের পবিত্র বানী।
গতকাল শনিবার রাতে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে স্থানীয় তাহ্ফিজুল কুরআনিল কারিম মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের ইতিহাসের অন্যতম বৃহত্তর কেরাত সস্মেলন। বাদ মাগরিব অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়ে শুধু এশার নামাজের বিরতি ছাড়া একটানা রাত ১২টা পর্যন্ত চলে কেরাত।আন্তর্জাতিক কেরাত সস্মেলন বাংলাদেশের সভাপতি শায়েখ মুহাম্মদ তৈয়্যব এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ মুরাদ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ও হাফেজ ক্বারী আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কেরাতকারী ক্বারী আব্দুল বাসিত এর বংশধর মিশরের শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ-দুরংকী,ইরানের শায়খ ক্বারী সৈয়দ সাদেক মুসল্লামী,তানজানিয়ার শায়খ ক্বারী আহমদ সহ বাংলাদেশের বিখ্যাত ক্বারীগন।
অনুষ্ঠানে নতুন হাফেজদের পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানেরর শেষ পর্বে জাগ্রহ কবি মুহিব খানের চমৎকার তেলাওয়াত,কোরআনের আলোচনা,আবৃত্তি ও বিপ্লবী গানে উপস্থিত হাজার হাজার জনতার বার বার আল্লাহু আকবার ধ্বনিতে পুরো ময়দান প্রকম্পিত করে তুলে।
আলেম-ওলামা,শিক্ষক,পেশাজীবি,সাংবাদিক,ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কেরাত সন্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আ,ফ,ম,সুলতানুল আজম খান আপেল,হুফফাজুল কুরআন সংস্থার বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শায়েখ ইউনুস ফরায়েজী সহ প্রমুখ।
মানিকগঞ্জের ইতিহাসের অন্যতম বৃহৎ এই কেরাত সস্মেলনের নির্ধারিত সন্মেলন স্থলে তৌহিদ প্রেমিক জনতার স্থান সংকুলান না হওয়াতে শত শত মানুষ দাড়িয়ে দাড়িয়ের মধুর সূরের এ তেলাওয়াত শুনে।
জনতার দাবী ও ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আয়োজক কর্তৃপক্ষ ও অতিথিরা ঘোষনা করে প্রতি বছরই এ আয়োজন থাকবে।
Posted ৭:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |