এস এম আলমগীর হোসেন, পটুয়াখালী প্রতিনিধি | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ছাগল চোরের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছে ভূক্তভোগী এক কৃষক। সংঘবদ্ধ চোর চক্র হুমকী ধামকী ও মিথ্যা মামলা দিয়ে অসহায় কৃষককে সর্বশান্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ওই কৃষক বাহাদূর মৃধা (৫০)। শনিবার বেলা ১১টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে মো: বাচ্চু মৃধা, মো বশির মৃধা, মো: সোহাগ সন্নমত প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য বলেন, গত ২৪ জানুয়ারী বিকাল আনুমানিক ৩টা ৩০ মি: সময় পরিবারের সদষ্যদের বাঁধার মুখে কৃষক বাহাদূর মৃধার আনুমানিক ৩০ হাজার মূল্যের একটি খাশি ছাগল জোর করে লুট করে নেয়, ওই ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা মো: জুয়েল সন্নসত ও আবু তালেব সরদার সহ ৬/৭ জন। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে স্থানীয় গণ্য মান্য ব্যক্তিদের পেছনে অনেক ঘুরাঘুর করার পরও প্রতিকার না পেয়ে গত ৩১ জানুয়ারী মোকাম কলাপাড়া উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। মামলা নং ১২৫/২০২৪। এতে চোর চক্র ক্ষিপ্ত হয়ে উল্টো ছাগল মালিকের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে পরবর্তী ৬ ফেব্রুয়ারি একটি হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলা ছাড়াও তাদের নান রকম হুমকী দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী
Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |