ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পবায় পৌনে এক কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি থেকে এসব কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে এসব কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, সমবায় কর্মকর্তা আবুল কাসেম মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহার, পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে উদ্বোধনকৃত কাজগুলো হচ্ছে- ১৫ লাখ টাকা ব্যয়ে আনসার সদস্যদের বাসস্থান নির্মাণ, ১৫ লাখ টাকা ব্যয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সম্প্রসারিত ভবন নির্মাণ, প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে গ্যারেজ কাম গোডাউন নির্মাণ, প্রায় সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে মৎস্য অফিসের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজ, সাড়ে ৭৪ হাজার টাকা মৎস্য অফিসের বায়োফ্লক নির্মাণ, ৮ লাখ টাকা ব্যয়ে ডরমেটরী ভবন মেরামত, প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের অভ্যন্তরিন রাস্তা নির্মাণ, প্রায় ৮ লাখ সাড়ে ৩২ হাজার টাকা ব্যয়ে বিআরডিবি’র ভবন সংস্কার ও ৩ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ জামে মসজিদের দ্বি-তল ভবনের টাইলস স্থাপন ও সংস্কার কাজ।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |