ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক, দি ডেইলি স্টার ও আর টিভি প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাসের বাবা মোর্শেদ হাদী ফকির শাহ মোঃ আব্দুর রউফ বিশ্বাস ওয়ায়েছি (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন। বাদ আছর বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
তিনি বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত, বাংলাদেশ গনকর্মচারী সংযুক্ত পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, ঘিওর প্রেস ক্লাবের সদস্য বৃন্দসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Posted ৬:৫০ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Desh24.news | Azad
.
.