মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি’র অবসরপ্রাপ্ত নায়েব সুবেদার মোঃ আশরাফ উদ্দিন (৭৪) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উপজেলার এলুয়ারী ইউনিয়নের পানিকাটা গ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত বিজিবি’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জেসিও-২৯৯৯ নায়েব সুবেদার মোঃ আশরাফ উদ্দিন (৭৪) গত ১৩ জানুয়ারি আনুমানিক বিকেল ৩টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরের দিন গতকাল বৃহস্পতিবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের পানিকাটা গ্রামে মুক্তিযোদ্ধার মরদেহ বিজিবি ও পুলিশ কর্তৃক গার্ড অব অনার প্রদান করে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,এলুয়ারী ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম,সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ অন্যান্য মুক্তি যোদ্ধা পুলিশ ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |