মঙ্গলবার ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে স্মরণকালের লিচুর ফলন বিপর্যয়!

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট  

পাবনার ঈশ্বরদীতে স্মরণকালের লিচুর ফলন বিপর্যয়!

মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

 


দেশ সেরা ঈশ্বরদীর লাল টসটসে রসালো লোভনীয় সুস্বাদু ফল মানে ঈশ্বরদী লিচু। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি লিচু চাষ হলেও উত্তরবঙ্গের লিচু মানেই ঈশ্বরদীর লিচু সেরা। দেশে ও দেশের বাহিরে খ্যাতি অর্জন করেছ।

 

প্রতি বছরই লিচুর কম-বেশি ফলন হলেও এবছর ফলনে নেমে এসেছে বিপর্যয়। এ বিপর্যয় নিয়ে কয়েকজন সফল লিচু চাষীদের সাথে কথা বললে তারা জানান, গত ১০০ বছরেও এমন ফল বিপর্যয় তারা চোখে দেখেনি।

 

ঈশ্বরদীর লিচুর গ্রাম বলে খ্যাত, জয়নগর, মানিকনগর, সাহাপুর, মিরকামারী, আওতাপাড়া, বড়ইচারা, চর-মিরকামারি ঘুরে এসে একই চিত্র চোখে পড়ল।

 

মানিকনগরের বিশিষ্ট লিচু চাষী ও সার,বীজ কীটনাশক বিক্রেতা জামান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোস্তফা জামান (নয়ন) বলেন, তাঁর প্রায় ১৫০ টি গাছ ছোট বড় লিচু গাছ থাকলেও লিচুর মুকুল এসেছে মাত্র ১০টি গাছে এবং পরিমাণে খুবই কম।

গত বছর তিনি এই বাগানে নয় লক্ষ টাকার উপরে লিচু বিক্রি করেছিলেন।

 

বিশিষ্ট লিচু চাষী নায়েব আলী মুন্সি (৭০) জানান তাঁর এত বছর বয়সে তিনি এ ধরনের ফল বিপর্যয় দেখেননি এমনকি পূর্বপুরুষের কাছ থেকেও শোনেননি, তার প্রায় শতাধিক লিচু গাছ থাকলেও লিচুর আশানুরূপ মুকুল আসেনি। তিনি আরও জানান একজন কৃষক হিসেবে সারা বছরে সংসার খরচ ছেলে মেয়েদের লেখাপড়া খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ এই লিচু চাষের উপর নির্ভর করে থাকি। বছরের বাকি দিনগুলো তিনি কিভাবে সংসার চালাবেন এ নিয়েই চিন্তিত আছেন।

 

কি কারনে লিচুর মুকুলের এমন বিপর্যয় হলো এর কোন উত্তর দিতে পারেননি অনেকেই।

 

বিশিষ্ট লিচু চাষিও ব্যবসায়ী মুকাদ্দেল হোসেন(৬০) জানান, আমার নিজের বাগান থাকলেও আমি প্রতি বছর লিচুর মৌসুমে লিচু ব্যবসায় কেনাকাটা করে থাকি কিন্তু এবার বাগানে লিচুর মুকুল না থাকায় বাগানে বাগানে ঘুরে লিচুর বাগান কিনতে পারছি না।

 

ঈশ্বরদীর শিমুলতলা বাজারের সরদার ফল ভান্ডার এর আরৎদার মোঃ শাজাহান আলী জানান, প্রতি বারের তুলনায় এবার ফলন কম হওয়ায় তুলনামূলকভাবে লিচুর দাম বেশি থাকবে।

 

ঈশ্বরদীতে ফল বিপর্যয় নিয়ে ঈশ্বরদী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ এখলাছুর রহমান জানান, প্রতি বছর সমানভাবে লিচুর গাছে মুকুল আসেনা, কোন বার কম আবার কোন বার বেশি আসে। তবে এবার তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় গাছে মুকুল কম এসেছে। এটা কোন গাছের ক্ষমতা নয় এটা জেনেটিক কারণেই হতে পারে, তবে তিনি আশা করেন আগামী বছর গাছের মুকুলের পরিমাণ সব গাছেই বেশি হবে এবং ফলনও বেশি হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com