ডেস্ক রিপোর্ট | সোমবার, ২২ আগস্ট ২০২২ | প্রিন্ট
মিন্টু মোল্লা,দৌলতপুর প্রতিনিধিঃ
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে দৌলতপুরে উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট ) সকাল ১০.০০ ঘটিকায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মানিকগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, মূল আলোচক জিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান বলেন- বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে, আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্য পরিবার থেকে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো।
এসময় কর্মশালার উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগন, উপজেলা কর্মরত অফিসার বৃন্দ ও দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগন।
Posted ৫:১২ অপরাহ্ণ | সোমবার, ২২ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |