বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ | প্রিন্ট  

ঘিওরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মানিকগঞ্জের ঘিওরে‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল নুরজাহান লাবনী।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে-এসময় বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সহ-সভাপতি আতোয়ার রহমান,  উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মতিন মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক লিটন কুমার আইচ, ঘিওর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সরোয়ার কিরন খান, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, ঘিওর ইউনিয়ন বিট অফিসার এস,আই মোঃ মনিরুল ইসলাম, সহকারী বিট অফিসার এস,আই ইয়াসমিন সুলতানা প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন-, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com