রামপ্রসাদ সরকার দীপু | বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে ছাগলের ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অন্তসত্তা এক নারী ও তার মাকে বেধড়ক পিটিয়েছে প্রতিবেশি এক প্রভাবশালী ব্যবসায়ী। মুমুর্ষ অবস্থায় তাদের ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে উপজেলার গোলাপনগর গ্রামের নতুন বালুচর এলাকায় এ ঘটনাটি ঘঠেছে।
এ ঘটনায় তিনজনকে আসামী করে আজ বুধবার ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগি মহিলার স্বামী রুপু দাশ।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার গোলাপনগর গ্রামের আলু ব্যবসায়ী আঃ রাজ্জাকের ঘাস রোপন করা একটি জমিতে প্রতিবেশী রুপু দাশের স্ত্রী কবিতা দাশের একটি ছাগল প্রবেশ করে ঘাস খায়। ছাগলের মালিক কবিতা দাশ ছাগল আনতে গেলে তখন জমির মালিক আঃ রাজ্জাক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এক পর্যায়ে তাঁর হাতের লাঠি দিয়ে এলাপাথারী মারতে থাকে। এসময় কবিতার মেয়ে অনামিকা (৫ মাসের অন্ত:স্বত্তা) এগিয়ে এসে তার মাকে উদ্ধার করতে গেলে রাজ্জাক তাকেও লাথি মেরে ফেলে দেয়। আশেপাশের প্রতিবেশীরা এসে মা মেয়েকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ছাড়া রাজ্জাক বিভিন্ন সময়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে তারা সাংবাদিকদের জানান। অন্তসত্তা অনামিকা (১৯) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। এবং তার মা কবিতা দাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছুক্ষণ আগে উভয় পক্ষের মারামারি ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
এ ব্যাপারে রাজ্জাকের মুঠো ফোনে একাধিকবার চেষ্ঠা করেও তার স্বাক্ষাত পাওয়া যায়নি।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন এ ব্যাপারে ৩জনকে আসামী করে ঘিওর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে।
Posted ৮:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |