রামপ্রসাদ সরকার দীপু, | শুক্রবার, ২৩ জুন ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শুক্রবার ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পরে জাতীর জনকের মোড়ালে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে বনার্ঢ্য শোভাযাত্রা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে কেক কাটার পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাইয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সহ- সভাপতি এ্যাডঃ শচীন্দ্র নাথ মিত্র, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক বাবু রনজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, জেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, আওয়ামী লীগ নেতা মোঃ ইকরামূল ইসলাম খবির, গৌরাঙ্গ কুমার ঘোষ, এ কে সারোয়ার কিরন খান, নাজমূল হক স্বপন, আব্দুল আলীম লেবু, যুবলীগ সভাপতি বাবুল বেপারী , সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, ছাত্রলীগ আহবায়ক মেহেদী হাসান রনি ও যুগ্ন আহবায়ক শুভ আহম্মেদ টোকন প্রমুখ।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
Desh24.news | Azad
.
.