মঙ্গলবার ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরের বৃক্ষ প্রেমিক জিয়ার ১০ হাজার গাছের চারা বিতরণ

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট  

ঘিওরের বৃক্ষ প্রেমিক জিয়ার ১০ হাজার গাছের চারা বিতরণ

: নিজ অর্থায়নে বিনামূল্যে উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান ও শ্মশানে গাছের চারা রোপন ও বিতরণ

করছেন বৃক্ষ প্রেমিক মোঃ জিয়াউল হক জিয়া।


আজ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল হক জিয়া।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় ও করজনা
উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা
বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বড়টিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম
মোল্লা রওশন।

এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বাদল, ফুলহাড়া
উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সায়েদুর রহমান, প্রধান
শিক্ষক শিল্পী আক্তার, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, শিক্ষক কিশোর কুমার
দাশ, বশির উদ্দিন প্রমুখ।

বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম মোল্লা রওশন বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকদের মাঝে বৃক্ষ চারা বিতরণ এবং প্রত্যেকটি বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমরা উদ্যোগকে স্বাগত জানাই।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বাদল বলেন, ছোটবেলা থেকেই জিয়ার গাছের প্রতি ভালোবাসা দেখে আসছি। তারই অংশ হিসেবে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন। তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

মোঃ জিয়াউল হক জিয়া বলেন, গাছের প্রতি ভালোবাসা থেকেই আমার এই বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। ছাত্র রাজনীতি যখন করতাম তখনও আমি বিভিন্ন স্থানে গাছের চারা রোপন ও বিতরণ করেছি। সেই গাছগুলো আজ অনেক বড় হয়েছে। তা দেখে মনটা প্রফুল্ল হয়ে ওঠে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবুজায়ন গড়ে তোলার লক্ষ্যে উপজেলার ২০টি মাধ্যমিক ও ৩টি মাদ্রাসায় আজ ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো আরো ১০ হাজার চারা বিতরন করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com