ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে খাজাপুর একরামিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসা’র চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বুধবার সকাল ১১ টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর মাদরাসা চত্বরে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে এ ভবন উদ্বোধন করেন তিনি।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর সহোযোগিতায় প্রায় তিন কোটি টাকা ব্যায়ে চারতলা একাডেমিক ভবন নির্মান করা হয়।
ভবন উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান মিল্টন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্বাগত বক্তব্য রাখেন মারাসার অধ্যক্ষ এইচএম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওঃ নবিউল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আবু তাহের,সাধারণ সম্পাদক ও মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুস সালাম প্রামানিক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,মাদরাসা প্রধান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
Posted ২:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |