দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে (৪এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুল্লাহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদসহ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি সাহেবের কনিষ্ঠ পুত্র ইমরান চৌধুরী কলিন্স।
সেসময় ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপশী আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১হাজার ৪শ ৫০ জন প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। এর মধ্যে পাট বীজ ৪৯৫০ জন কৃষক জনপ্রতি ১ কেজি করে এবং রোপা আউশ ধানের বীজ ৬৫০০ জন কৃষক জনপ্রতি ১বিঘা জমি চাষের জন্য উফশী জাতের ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |