মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যা থাকছে দৃষ্টনন্দন মডেল মসজিদে

মোঃতারিফুল ইসলাম স্টাফ রিপোর্টার   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট  

যা থাকছে দৃষ্টনন্দন মডেল মসজিদে

যা থাকছে দৃষ্টিনন্দন মডেল মসজিদে

 


বিশুদ্ধ ইসলাম প্রচারের লক্ষ্যে সারাদেশের জেলা, সিটি করপোরেশন ও উপজেলাতে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে যাচ্ছেন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। তারই ধারাবাহিকতায় আজ সোমবার  (১৬ জানুয়ারি  ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয়  পর্যায়ের ৫০টি মসজিদ উদ্বোধন ঘোষণা করেন।

 

সারাদেশে একসাথে ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রধানমন্ত্রীর উদ্ভাবিত একটি অসাধারণ পরিকল্পনা। কি নেই এই মডেল মসজিদটিতে। আধুনিক সকল সুযোগ সুবিধায়ই রয়েছে মডেল মসজিদগুলোতে।

 

 

৪০ শতাংশ জমির ওপর নির্মিত উপজেলা পর্যায়ের মডেল মসজিদগুলো একসাথে ৯০০ এবং জেলা ও সিটি করপোরেশনগুলোতে ১২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের মিনারটির উচ্চতা ৯৫ ফুট। দৃষ্টিনন্দন এই মসজিদের ভিতর ঝাড়বাতি, এসিসহ রয়েছে আরও অনেক সুসজ্জিত উপকরণ।

 

 

মসজিদে ইমাম বসবার স্থান

এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে থাকছে যে সকল সুবিধাগুলো-

 

>>মসজিদে নারী ও পুরুষদের জন্য পৃথক অজু ও নামাজ আদায়ের ব্যবস্থা।

>>মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা।

>>প্রতিটি মসজিদে হজ প্রশিক্ষণ ও হজযাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা।

>>মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র।

>>ইসলামী গবেষণা কেন্দ্র ও লাইব্রেরি।

>>মসজিদ কমপ্লেক্সে থাকছে অটিজম কর্নার।

>>মসজিদে মৃতদেহ গোসল করানোর ও জানাযার নামাজের ব্যবস্থা।

>>মসজিদের নীচতলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

>>মসজিদে হেফজখানার ব্যবস্থা।

>>মসজিদে প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্র।

>>দ্বীনি এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি মসজিদে সভাকক্ষ।

>>মসজিদে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র।

>>মসজিদে দেষি-বিদেশি মেহমানদের জন্য ‘অতিথিশালা’ বা আবাসনের ব্যবস্থা।

  1. >>সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ।
Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com