| বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
মার্কিন হোয়াটসঅ্যাপের নতুন নিয়মের ফলে গোপনীয় তথ্যের নিরাপত্তাহীনতার আশঙ্কায় জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যম বর্জন করেছে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় ও দেশটির সামরিক বাহিনী। হোয়াটস অ্যাপের বিকল্প অ্যাপসও আবিষ্কার করেছে তারা।
হোয়াটসঅ্যাপ ব্যবহার ছেড়ে দিয়ে তার বিকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে তুর্কী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপে যুক্ত হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।
এরদোয়ান ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘আজ আমি যোগাযোগ অ্যাপস ‘বিআইপি ও টেলিগ্রামথ এ যুক্ত হলাম।থ আজ বুধবার (১৩ জানুয়ারি) তুরস্কের সময় রাত ১২ টায় এ স্টাটাস দেন তিনি।
দেখা গেছে, এরদোয়ানের ফেসবুকে দেয়া সেই স্টাটাসের নিচে তুর্কী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপের লিংক দিয়ে ‘সাবস্ক্রাইব করতে শুধু ট্যাপ করুনথ লেখা রয়েছে। এছাড়া আর কিছুই লেখা হয়নি সেখানে।
বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই হোয়াটএ্যাপ ও ইমু ছেড়ে বিআইপিতে যুক্ত হতে দেখা গেছে।
এদিকে মার্কিন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ছেড়ে তুর্কি বার্তা আদান প্রদানের অ্যাপ বিআইপি (ইরচ) তে যোগদানের হিড়িক চলছে। হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের পাশাপাশি বিশ্বব্যাপীই নতুন নতুন ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে অ্যাপটির।
বিশেষত মুসলিম বিশ্বের ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বিআইপি।
নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেলথ। বিআইপি ২০১৩ সালে চালু হয়ে কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করেছে।
সংস্থাটির মহাব্যবস্থাপক মুরাত এরকান জানান, গত ৬ জানুয়ারি হোয়াটসঅ্যাপ নিজেদের পলিসিতে পরিবর্তন আনে। এরপর থেকেই গেল কদিনে গড়ে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যবহারকারী বিআইপি ইনস্টল করেছেন। খবর ডেইলি সাবাহর।
তুর্কসেলের মহাব্যবস্থাপক আরও জানান, গত শুক্রবার থেকে ৬৪ লাখ ব্যবহারকারী হোয়াটঅ্যাপস ছেড়ে বিআইপিতে যোগদান করেছেন। বর্তমান পরিবেশে বিআইপি নিরাপদ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা টেলিগ্রামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি।
Posted ৩:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.