আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জ-সিংগাইর সড়কের কিটিংচর নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্যে নিহত একজন আহত অনন্ত ২০জন। আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজন।
জানা গেছে আজ ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৮টা দিকে কিটিংচর নামক স্থানে ঢাকাগামী শুকতারা পরিকহনের যাত্রীবাহী একটি বাসের সাথে অপর দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্য হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোঃ শাহ আলম মারা যান।তার বাড়ী সিঙ্গাইর উপজেলা আংকারা গ্রামে। এবং বাসটি পাশের খাদে পড়ে অনন্ত ১৫ যাত্রী আহত হয়। আহেতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের ৫ জনকে ঢাকায় রেফার করেছে ।
অপর দিকে সদর উপজেলা নয়াকান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সাথে সংঘর্য হয়। এতে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Posted ১২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.