সাইফুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি | বুধবার, ১১ আগস্ট ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন আইটেমের নকল প্রসাধনীসহ সুমন মিয়া (৩২) নামের এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সুমন টাঙ্গাইল জেলার মধুপুর থানার সোলাপুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ঐ প্রতারক চক্র দীর্ঘদিন যাবত ইউনিলিভারের মোড়ক ব্যবহার করে জনসন সোপ ও বেবী লোশন, ফেয়ার এন্ড লাভলী, কুমারিকা ও ডাবর আমলা হেয়ার অয়েল, সেনসোডাইন টুথপেষ্ট, ফগ বডি স্প্রে, ভিট ও যৌন উত্তেজক জিনসিনসহ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিল।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নীলটেক বাজারে ফরিদুল ইসলামের মালিকানাধীন সাইমুন স্টোরে ওই কোম্পানীর দু’ বিক্রয় প্রতিনিধি পরিচয়ে সুমন ও রাসেল (২৬) নকল প্রসাধনী বিক্রি করতে যায়।
এ সময় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ নকল প্রসাধনীসহ সুমনকে গ্রেফতার করলেও রাসেল পালিয়ে যায়। আজ বুধবার থানা গোলঘরে সংবাদ সম্মেলনে এএসপি জানান, এ প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এ সময় সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৭:১৩ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.