সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের সিংগাইরে সেলিম রেজা নামের এক ইউপি সদস্যকে লাঞ্চিত করার প্রতিবাদে মানব বন্ধন করেছে স্থানীয়রা । সেলিম রেজা উপজেলার তালেবপুর ইউনিয়নের ৪নং ওয়াডের্র বর্তমান ইপি সদস্য । জনাযায় গত পাঁচ দিন আগে একটি তুচ্ছ ঘটনার জের ধরে ঐ জনপ্রতিনিধিকেএকই এলাকার মৃত আবদুর রউফ কালাচানঁ এর ছেলেমোঃসহিদুল ইসলাম ,মনজু গং দুর্বৃত্তরা মারধর করে হত্যার চেষ্টা চালায়্। এ ব্যাপারে সেলিম রেজা বাদী হয়ে থানায় একটি চাদাঁবাজি ও হত্যার চেষ্টা মামলাও করেছে। গত রবিবার সকালে ঐ দুবর্ৃত্তদের শাসিÍর দাবিতে তালেবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকাবাসী ও ইউপি সদস্যদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় । দুই শতাধিক সাধারণ জনগন এ প্রতিবাদ ও মানববন্ধনে অংশগ্রহন করেন। যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন খান মারুফের পরিচালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন এ্যাড. মোঃ আলমগীর হোসেন বাদশা , প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন , ইপি সদস্য আব্দুল হালিম, বাদল হোসেন ,হুমায়ূন খান, মহিলা ইউপি সদস্য রেখা, সুলতানা পারভিন প্রমূখ।
Posted ২:১২ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.