মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লালনের গানে মাতোয়ারা বাউল মেলা

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট  

লালনের গানে মাতোয়ারা বাউল মেলা

 

একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার অন্ত:মিলে চারিপাশে উৎসবের আমেজ। বাজনার ছন্দে তালে তালে শ্বেতবসনধারী শিল্পীরা গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার।’ মূর্হমুহ করতালি, চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’।


 

 

 

এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হয় মানিকগঞ্জের ঘিওরের হাজারো অনুরাগী। গতকাল শুক্রবার রাত আটটায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে লালনের গান। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ। ৭ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩১ অক্টোবর। মেলায় প্রতিদিনই থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।

উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা গ্রামে খালা পাগলীর ২৮ তম বার্ষিক ওরশ ও বাউল মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত ‘লালন আসর’ এ গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় লালন শিল্পী কুষ্টিয়ার সমির বাউল। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউলসহ একঝাঁক তরুন লালন সঙ্গীত শিল্পী। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।

এর আগে মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিহ, মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com