উপজেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। ‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ঋণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি থেকে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ফয়েজ ই রাব্বী, রাজশাহী জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মিজানুর রহমান, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা সামশুন্নাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিআরডিবি’র উপ প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলামসহ ঋণগ্রহণকারি পল্লী উদ্যোক্তাগণ। জানা গেছে, দেশে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার বরাদ্দ হয়েছে তিনশো’ কোটি টাকা। যার মধ্যে রাজশাহী জেলায় পাঁচ কোটি ১২ লাখ এবং পবা উপজেলায় ৩০ লাখ ৩২ হাজার টাকা।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.