মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
রংপুর রেঞ্জ এর ডিআইজি (উপ-মহাপুলিশ পুলিশ পরিদর্শক) মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম বলেছেন, মানুষের কল্যান করাই একজন মানুষের বড় কাজ। সেই সব থেকে মহৎ ব্যাক্তি যে অন্যার উপকার করে। এ জন্য সমাজের বৃত্তবানদের অবহেলিত মানুষের পাশে এগিয়ে আসা দরকার। এভাবে সকলে এগিয়ে আসলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে, বে-সরকারী সেচ্ছাসেবী সংস্থা লুমেলিসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লুমেলিসার সভাপতি মেহেরুন নেছা চৌধুরীর সভাপতিত্বে ও লুমেলিসার সম্পাদক ডা: মুশফিকুর রহমান চৌধুরী লিও”র তত্ত্বাবাধনে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বে-সরকারী লুমেলিসার উদ্যোগে ৫ শতাধিক শীতার্থ অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Posted ৭:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.