
জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জে ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন। একই সময়ে ৩০৯টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ।
আজ মঙ্গলবার (১০ আগষ্ট) সিভিল সার্জন কার্যালয় ও কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালে গত সাত দিনে করোনা ও উপসর্গে ৫৫ জন মারা গেছেন,জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০৯ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ৩৩ জন ভর্তি হয়েছেন। আজ সকাল ১০টা পর্যন্ত সেখানে ২৩৬ জন ভর্তি আছেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষায় ছয় হাজার ৬৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৯০ জন।
Posted ৩:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |