আব্দুর রাজ্জাক' মানিকগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন, ভালো স্বপ্ন দেখুন, আমি পাশে আছি। এই তীব্র শীতে যারা দরিদ্র শীতার্তদের মাঝে সহায়তা নিয়ে হাজির হয়েছেন, তাদের মহানুভবতাকে আমি শ্রদ্ধা করি। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাল কাজে আপনাদের সহায়তা করবো। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের এই ঋণ শোধে সুখে দুঃখে আজীবন আপনাদের পাশে থাকবো।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকার সানমি গ্রুপের সৌজন্য এক হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ঘিওর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদকে সংবর্ধনা প্রদান করা হয়।
বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গেলাপ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সানমি গ্রুপের চেয়ারম্যান সানজিদা পারভীন, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল প্রমুখ।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.