আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে মহান বিজয় দিবসের উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের গায়ে জরিয়ে দেয়া হয়েছে ভালবাসার চাদর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফুলের তোড়া, উপহারসামগ্রী, অর্ভ্যথনা ও সম্মানসূচক স্যালুট প্রদান করা হয়।
উপজেলার ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম মুক্তিযোদ্ধাদের গায়ে এই চাদর পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আজিজ মিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জকি, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের গৃহায়ণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, বড়টিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খানসহ মুক্তিযোদ্ধা পরিবারের ১৫০ জনকে এ ভালোবাসার চাদর গায়ে জড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহছেন উদ্দিন, ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, ঘিওর প্রেসক্লাব সভাপতি মো: আনোয়ারুল হক, ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ঘিওর প্রেসক্লাব সাধারন সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সবাইকে সমান সম্মান দিতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.