মঙ্গলবার ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ২০০ মিটার সুরঙ্গের সন্ধান আসামে!

  |   রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

বাংলাদেশের সঙ্গে ২০০ মিটার সুরঙ্গের সন্ধান আসামে!

ভারতের আসাম পুলিশ এক উদ্ধার অভিযানে নেমে বাংলাদেশের সঙ্গে একটি সুরঙ্গপথ আবিষ্কার করেছে। সুরঙ্গটি দৈর্ঘ্যে ২০০ মিটার। আসামের করিমগঞ্জ এলাকার এই সুরঙ্গটি বাংলাদেশের সিলেট অংশে এসে বের হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামের ওই এলাকায় এক ব্যক্তি অপহৃত হওয়ার পর তার সন্ধানে নেমে পুলিশ সুরঙ্গটির তথ্য পায়।

করিমগঞ্জ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর দিচ্ছে। এতে বলা হয়েছে, পুলিশ মনে করছে, চোরাচালান, পাচার ও অপহরণে এই সুরঙ্গ ব্যবহার হয়ে আসছে।


খবরে বলা হয়, আসামে দিলওয়ার হোসেন নামে এক ব্যক্তি গত ২৮ ডিসেম্বর অপহৃত হন। তার জন্য ৫ লাখ রুপি মুক্তিপণ চায় অপহরণকারীরা। দিলওয়ারকে খুঁজতে গিয়েই এই সুরঙ্গের সন্ধান মেলে।

পুলিশের বরাতে আরও বলা হয়, দিলওয়ার ফিরে এসেই এমন একটি সুরঙ্গ পথের খবর দেন। এবং পরে পুলিশের বিশেষ দল অভিযানে নেমে তা বের করে।

এরই মধ্যে সুরঙ্গটির ভারতীয় অংশ বন্ধ করে দিতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবরটিতে উল্লেখ করা হয়

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com