
মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার তিনটি গ্রুপের কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। শেষে আনুষ্ঠানিকভাবে ১১জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র হিসেবে ফুটপাম্প স্প্রে মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথি দ্বয়।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Mollah Azad
.
.