মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলার ৪৭টি দানাদার কৃষক গ্রুপের মাঝে এই ধান মাড়াই মেশিন বিতরন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
কৃষকদের মাঝে এই ধান মাড়াই মেশিন
বিতরণ করেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রিয়াজ উদ্দিন।
বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যন মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা:কানিজ আফরোজ,কৃষি অফিসার মোছা:রুম্মান আক্তার,মৎস অফিসার মোছা. মাজনুননাহার মায়াসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
Desh24.news | Azad
.