মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে এতিমখানার শিশু ও ক্যন্সার রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সভা কক্ষে সরকারিভাবে দেয়া সমাজসেবা অধিদপ্তরের প্রধানমন্ত্রির উপহার স্বরুপ উপজেলার ১৮ টিএতিম খানার ৭০০ এতিম শিশুর জন্য ৮৪ লাখ টাকা এবং ৯ জন ক্যান্সার রোগী, ২ জন জন্মগত হৃদরোগ রোগী এবং ২ জন থ্যালাসেমিয়া রোগীসহ সর্বমোট ১৩ জন রোগীর জন্য ৫০ হাজার টাকা করে সাড়ে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন। উপজেলার সমাজসেবা অফিসার মো. আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ শাহ্ মো: আব্দুল কুদ্দুস, মো: মানিক রতন, মো: নবিউল ইসলাম। এসময় সকল ইউপি চেয়ারম্যাগন, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহউপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.