মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন, সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
রোববার দুপুরে উপজেলা সভাকক্ষে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীনা মূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে, প্রধান অথিতি হিসেবে তিনি এ রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন।
কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোছাঃ রুম্মান আক্তারের সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর অলমের সঞ্চলনায় এতে ব্ক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান,উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ হাজার ৭৭০জন কৃষককে এ প্রণোদনা প্রদান করা হয়। এর মধ্যে সরিসা চাষের জন্য তিন হাজার ৯শ জনকে, গম চাষের জন্য ৭শ জনকে, ভুট্টা চাষের জন্য ৯৮০জনকে, সূর্য্যমুখী চাষের জন্য ১১০জনকে, পেঁয়াজ চাষের জন্য ৩০জনকে, ও মুগডাল চাষের জন্য ৫০জনকে এ বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
Posted ৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.