মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে শিউলি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নিহত শিউলি বেগম,উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ও বিরল উপজেলার মকবুল হোসেনের মেয়ে। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় বাড়ীর ছাদের সিড়ি দিয়ে নামার সময় পড়ে যায় শিউলি বেগম। এরপর তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিউলি বেগমকে মৃত ঘোষনা করেন। শিউলি বেগমের জোবায়দা খাতুন নামে ৮ বছর বয়সী একটি মেয়ে আছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জনান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে,মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারন জানাযাবে।
ছবি ফাইল ফটো
Posted ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.