মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
নীরিহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে এই মানববন্ধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন,সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব সন্ত্রাস ইজরাইলিরা নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দ্রুত এই সংঘাত না থামালে বিশ্ব শান্তি ভঙ্গ হবে।মানববন্ধনে ইজরায়েলী পণ্য বর্জন করতেও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান বক্তরা।
শেষে নিমতলা মোড় মসজিদের ইমাম হাফেজ মো:ইমদাদুল হক এর পরিচালনায় যুদ্ধে আহত নিহত মুসলিমদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
Desh24.news | Azad
.
.