রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পহেলা বৈশাখে মোটিফ তৈরি করায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ 

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট  

পহেলা বৈশাখে মোটিফ তৈরি করায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ড ঘটায় বলে দাবি করেছে তাঁর পরিবার। আগুনে তাঁর বসতঘরের একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়।


পরিবারের সদস্যরা জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, যা ঢাকার একটি মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায় যে, তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে, এই ভুল তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, “আমি শুধুমাত্র একটি বাঘের মোটিফ বানিয়েছি, যা আমাদের সংস্কৃতির অংশ। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ বা চরিত্র নির্মাণের সঙ্গে আমি জড়িত নই। এই ঘটনার পর আমার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

স্থানীয় সূত্রে জানা যায়, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায় অবস্থিত। রাজনৈতিক কারণে বা ভুল তথ্যের ভিত্তিতে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।

শিল্পীর ওপর এমন হামলা মতপ্রকাশ ও শিল্পচর্চার স্বাধীনতার ওপর সরাসরি হুমকি—এমনটাই মনে করছেন সংস্কৃতি অঙ্গনের মানুষজন। তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com