ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৪ জুলাই ২০২১ | প্রিন্ট
পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে শুরু হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। (১৩ জুলাই) থেকে সেতুর জাজিরা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর স্প্যানের সড়ক পথে পিচ ঢালাই কাজ শুরু হয়েছে। পুরো ৪ ইঞ্চি করে পিচ ঢালাই দেয়া হচ্ছে বলে সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, প্রথম দিনে মঙ্গলবার সেতুর ৬০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থ অংশের পিচ ঢালাই কাজ করা হয়েছে। পিচ ঢালাই শেষ হলে গাড়ি চলতে পারবে।
এর আগে, গত ২০ জুলাই সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়। সেতুতে বসানো শেষ হয় ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাব।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত পদ্মা সেতুর ৯৪ ভাগ অগ্রগতি হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ ভাগ।
২০১৪ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পরে একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈঘের্যর ৪১টি স্প্যান বসালে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
Desh24.news | Azad