
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | প্রিন্ট
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতেও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২ মার্চ) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা নির্বাচন অফিস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জেলার ৬ উপজেলা নির্বাচন অফিসের ৬টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসানসহ সকল উপজেলা নির্বাচন কার্যালয় এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Posted ৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
Desh24.news | Mollah Azad
.
.