দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | রবিবার, ৩০ মে ২০২১ | প্রিন্ট
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এবং মানিকগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.এম.নাইমুর রহমান দুর্জয়ের আহবানে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে মাড়াই করে দিল জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ ।
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” “শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে করোনা মহামারী পরিস্থিতিতে আজ জিয়নপুর ইউনিয়ন এর পংতিরছা গ্রামের বাক প্রতিবন্দী কৃষক রসুল
খানের ৩০ শতাংশ জমির ধানকেটে ও তার বাড়িতে পৌছে মাড়াই করে দিয়েছে জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ।
জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রাজিব শেখ বলেন, আমরা খবর পাই অসহায় দরিদ্র ও প্রতিবন্দী কৃষক রসুল খান শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছে না।আমি দৌলতপুর উপজেলা ছাত্রলীগ ও জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের ১৪/১৫ জন সদস্য তার ধান কেটে বাড়িতে পৌঁছে মাড়াই করে দিয়ে আসি। তার ধান কেটে দিতে পেরে আমাদের ও অনেক ভাল লাগছে। আমাদের এ রকম কাজ অব্যাহত থাকবে।
দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন আগে জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়েছে। বর্তমানে জিয়নপুর ইউনিয়নে কোন কমিটি নাই,তবে এখানকার ছাত্রলীগ খুব একটিভ। তারা আজকে আমার সাথে পরামর্শ করে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সোহেল খান,আশিকুর রহমান,মোমিন হোসেন,মোঃ টিটু প্রমূখ।
Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |