দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা পাড়ের দুটি ইউনয়নে বহু আকাক্ষিত পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন করা হয়েছে আজ।
রবিবার বেলা ১১ টার দিকে সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ্।
এর ফলে রামকৃঞ্চপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মাপাড়ের ১৩ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ এই প্রথম বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পেল এবং উপজেলার ১৪ ইউনিয়নের সবগুলো ইউনিয়ন বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত হলো।
রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত সংলগ্ন পদ্মার তীরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
রামকৃঞ্চপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চিলমারী ইউপির সাবেক চেয়ারম্যন সাইফুল ইসলাম শেলী দেওয়ান, টিপু নেওয়াজ সহ কুষ্টিয়া পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.