ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
করোনাভাইরাসের সময়েও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। যা এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড ছুঁয়েছে। আর এটাই সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড ছিল ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক দশমিক ৪৫ বিলিয়ন ডলারের এসডিআর বরাদ্দ (ঋণ-সহায়তা) যোগ হওয়ায় দিন শেষে রিজার্ভ ৪৮ দশমিক শুন্য চার বিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় চার হাজার ৮০৪ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ চার লাখ ৯ হাজার ৮৬ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ১৫ পয়সা ধরে)।
প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদ এ বৈদেশিক মুদ্রা দিয়ে ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.