মঙ্গলবার ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর-৫: টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত ফিজার

মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট  

দিনাজপুর-৫: টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত ফিজার

 

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
রোববার রাতে দিনাজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহম্মেদ ফলাফল ঘোষণার করে বিষয়টি নিশ্চিত করেন।


দ্বাদশ সংসদ নির্বাচনে এক লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে মোস্তাফিজুর রহমান ফিজার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।

আসনটিতে জাতীয় পাটির নুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৬৫ ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার (অব.) তোজাম্মেল হক পেয়েছে ৬ হাজার ২০১ ভোট ও পিপলস পাটির শওকত আলী আম প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৯৪ ভোট।

দিনাজপুর-৫ আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৯৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৮ হাজার ৭০।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথমবারের মতো দিনাজপুর-৫ (ফুলবাড়ি- পার্বতীপুর) থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান ফিজার। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com