আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা’র বিরুদ্ধে জমি দখল, কৃষি জমি নষ্ট এবং অসামাজিক কার্যকলাপসহ নানা অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসন, মানিকগঞ্জের নেজারত শাখা থেকে ৩ মার্চ ২০২৫ তারিখে জারি করা ২৪৬ নম্বর অফিস আদেশ অনুযায়ী, সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির উপস্থিতিতেই গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে স্থানীয়রা জানান, রিসোর্ট নির্মাণের পূর্বে এলাকাবাসীর সঙ্গে একটি এগ্রো ফার্ম স্থাপনের কথা ছিল। এ উদ্দেশ্যে জমি কেনা হলেও পরে সেখানে রিসোর্ট গড়ে তোলা হয়। ফলে উল্লেখযোগ্য পরিমাণ কৃষিজমি নষ্ট হয়েছে, যা এলাকার কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও অভিযোগ উঠে, রিসোর্টের অভ্যন্তরে মাদক সেবন, উচ্চ শব্দে গান-বাজনা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলে গভীর রাত পর্যন্ত। এতে করে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী কৃষক ও জমির মালিকরা জানান, অনেকেই জোরপূর্বক জমি হারিয়েছেন এবং এখন পর্যন্ত তারা কোনো অর্থ বা ক্ষতিপূরণ পাননি। কেউ কেউ অভিযোগ করেন, টাকা চাইতে গেলে হুমকি-ধামকি দেওয়া হয় এবং মামলা হামলার ভয় দেখানো হয়।
গণশুনানিতে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয়দের বক্তব্য শোনেন এবং প্রত্যেকটি অভিযোগ লিখিতভাবে গ্রহণ করেন। তারা আশ্বস্ত করেন, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে—এই আশা তারা করেন