মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি ১ | সোমবার, ২৩ আগস্ট ২০২১ | প্রিন্ট
পঞ্চগড়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ আগষ্ট) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে পঞ্চগড় পৌর আওয়ামীলীগের আয়োজনে একটি শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এসময় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সহসভাপতি এটিএম সারোয়ার হোসেন,সহসভাপতি আবু তোয়ারবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: সারোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারেক,সাধারণ সম্পাদক এসএম হুময়ুন কবীর উজ্জলসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। শোক র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
Desh24.news | Azad