ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল পত্রিকার সম্পাদক আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা রামপ্রসাদ সরকার দীপু নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের হল রুমে এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঘিওর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং রামপ্রসাদ সরকার দীপু সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ শাহানূর ইসলাম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বিএম খোরশেদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুজন , শিবালয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসান ফয়েজী প্রমুখ। কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহসভাপতি সিদ্দিকুর রহমান ( দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (দৈনিক সোনালী বার্তা), কোষাধ্যক্ষ আ: আজিম ( দৈনিক আজকের প্রভাত) দপ্তর সম্পাদক এম আজাদ হোসেন (প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহসীন খান হীরা (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (দৈনিক জবাবদিহি), নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, নির্বাচন কমিশনর ছিলেন আবুল বাশার আব্বাসী ও শহীদুল ইসলাম সুজন।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.