আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
: শান্তি ও কল্যাণ কামনায় মানিকগঞ্জের ঘিওরে চারদিন ব্যাপী “অমৃত নামসুধা ও মহা প্রসাদ বিতরণ” অনুষ্ঠান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শত শত ভক্ত অনুরাগীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন মানবসেবামূলক বেসরকারী দাতব্য সংস্থা পবিত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র কুমার সরকার। এ উপলক্ষে বাহারি পসরা সাজিয়ে বসেছে মেলা।
সনাতন ধর্মাবলম্বীদের অমৃত বাণী, ন্যায় ও মানবতার আহবান, সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠানের পাশাপাশি চলছে সার্বজননীন খাবার ব্যবস্থা।
অনুষ্ঠানে ধর্মীয় বাণী ও কীর্তন পরিবেশন করেন রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা ও মানিকগঞ্জের খ্যাতনামা ধর্মীয় দীক্ষাগুরু ও ১০ টি কীর্তনীয়া দল।
Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.