মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাজাহান (৪০) নামের এক জাগরণী চক্র এনজিও কর্মী মারা গেছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঘিওর বানিয়াজুরী সড়কের মাইলাগি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাই লাগি এলাকার জানু মিয়ার ছেলে জুলহাস (১৯) একই গ্রামের মালেক মিয়ার ছেলে ফিরোজ (২২) ঘিওর জাগরণী চক্র এনজিওর কর্মী মনিরুল ( ৩৮ )।
ঘিওর থানার এসআই মো. ছালামত মিয়া বলেন, বিকেলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতোমধ্যে মোটরসাইকেল উদ্ধারও করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুকুল মন্ডল বলেন, গুরুত্বর আহত অবস্থায় চার জনকে ভর্তি করা হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৮:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad