রামপ্রসাদ সরকার দীপু | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৮টায় ঘিওর কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, ঘিওরর উপজেলা আওয়ামী লীগ, ঘিওর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্ববক অপর্ণ করে। পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ শারিরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শণ করে।
দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ আজিজ মিয়া, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, আওয়ামী লীগের সহসভাপতি আলী ইকবাল বাহার ভিপি শামীম, ঘিওর উপজেলা জাসদের সাধারন সম্পাদক ইয়াসিন আরাফাৎ ময়না, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.