আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে ঘিওর সদরের ৪৪ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
এরপর ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৬ টি বেসরকারি কিন্ডারগার্ডেনের ১৬ হাজার ১২৫ জন শিক্ষার্থীর হাতে ৭০ হাজার ৫৫০ টি বই বিনামূল্যে বই তুলে দেয়া হয় । এছাড়াও মাধ্যমিকে ১ লাখ ৮২ হাজার ৮৪১ বই বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারবেন, সহকারী শিক্ষক মোঃ নায়েব আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য মোঃ শরীফুল ইসলামসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তাবৃন্দ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছেসিত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।
Posted ৭:০৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.