মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা | বুধবার, ০৫ মে ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জ ঘিওরে প্রতিবন্ধী শিশু-কিশোরদের ৩১ টি পরিবারের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষে নিকেতন নেদারল্যান্ডস এর আর্থিক সহযোগীতায় ডিআরআরএ এর পক্ষ থেকে বুধবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানি এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয় ।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মান্নান, ডিআরআরএ সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান, মোঃ একলাছ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ১৭ টি সেলাই মেশিন, ১২ টি ভ্যান গাড়ি ও ২ টি রিক্সা বিতরন করা হয়। উল্লেখ্য, প্রতিবন্ধী ৫৮ টি পরিবারের মাঝে সার বীজ ক্রয়ের জন্য দেড় হাজার করে এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য পরিবার প্রতি ১০ হাজার টাকা এবং সেলাই কাজের উপকরণ ক্রয়ের জন্য ২০ জন প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের ৪৭৫০ টাকা করে প্রদান করা হয়। সংস্থাটির এমন মানবিক সহায়তায় হাসি ফুটেছে দরিদ্র প্রতিবন্ধী পরিবারে।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
Desh24.news | Azad
.