আব্দুর রাজ্জাক, (মানিকগঞ্জ ) | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সময় তোপধ্বনির মধ্য কর্মসূচী শুরু হয়। সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনে ঘিওর কেন্দ্রীয় স্মৃতিফলকে পুষ্পস্তবক, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও স্বাধীনতা সংগ্রামের অভিনয় চিত্র, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে ছিল হাজারো মানুষের উপস্থিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ আজিজ মিয়া, অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারন সম্পাদক রাম প্রসাদ সরকার দীপুসহ বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Posted ৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
Desh24.news | Azad